এক্সের (সাবেক টুইটার) নতুন সাবস্ক্রিপশন মডেলে প্রতি বছরে ব্যবহারকারীদের ১ মার্কিন ডলার খরচ করতে হবে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, কনটেন্ট পোস্ট করা থেকে শুরু করে রিপ্লাই করা, লাইক, রিপোস্ট ইত্যাদি সবকিছুর জন্যই এক্স ব্যবহারকারীদের বছরে এই পরিমাণ টাকা খরচ করতে হবে।
ফি ছাড়া প্ল্যাটফর্মে ঢুকে শুধু পোস্ট ও ভিডিও দেখা এবং অ্যাকাউন্ট ফলো করা যাবে।
কিন্তু টুইট, রিটুইট, লাইক ও রিপ্লাই দিতে ফি দিতে হবে। এই উদ্যোগ প্রথমে পরীক্ষামূলকভাবে নিউজিল্যান্ড ও ফিলিপাইনে চালু করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
গত মঙ্গলবার এক ঘোষণায় এক্স জানিয়েছে, নতুন সাবস্ক্রিপশন মডেলটির নাম ‘নট এ বট’ দেওয়া হয়েছে। বট ও স্ক্যামার থেকে প্ল্যাটফর্মকে রক্ষা করাই সাবস্ক্রিপশন মডেলের উদ্দেশ্য। একেক দেশের বিনিময় হারের ওপর ভিত্তি করে এই ফি নির্ধারণ করা হবে। কিছুদিন মডেলটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে।
গত বছর ইলন মাস্ক টুইটার কোম্পানি কেনার পর থেকে বট সমস্যার মুখোমুখি হন। প্ল্যাটফর্মটির ‘বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে’ গত জুলাই মাসে টুইট দেখা সীমিত করে দেন।
ডিবিটেক/বিএমটি