বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রিকশার লাইসেন্স আছে মাত্র ২৮ হাজার। অন্যদিকে রিকশা চলে দশ লক্ষ। যাদের প্রায় সবাই নকল লাইসেন্স ব্যবহার করছে। এমন বাস্তবতায় প্রতিটি রিক্সাকে কিউআর কোডের অধীনে এনে ডিজিটাল নাম্বার প্লেট বসানোর কথা ভাবছে সংস্থাটি।
বুধবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের পাইলট প্রকল্প ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ কার্যক্রমে অংশ নিয়ে এ ভাবনার কথা জানান ঢাকা উত্তরের নগরপিতা মো. আতিকুল ইসলাম।
বনানীতে শেরাটন হোটেলে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে রিকশার লাইসেন্স কার্যক্রম হাতে নিতে চাই। যেখানে রিকশার জন্য ডিজিটাল নাম্বার প্লেট করা হবে কিউআর কোড সহ। যে কোটের মধ্যে রিকশার বিস্তারিত তথ্য থাকবে। প্রথম অবস্থায় ঢাকা শহরে (ডিএনসিসি এলাকার) দুই হাজার রিকশায় কিউআর কোড দিয়ে শুরু করব। যে নাম্বার প্লেট তৈরি করা হবে দেশের বাহির থেকে। যা নকল করার কোনও সুযোগ নেই।
ডিজিটাল মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রথম বারের মতো ডিজিটাল হোল্ডিং টেক্স কার্যক্রম শুরু করেছে জানিয়ে উত্তরের মেয়র আরো বলেন,আগে হোল্ডিং ট্যাক্স ফিজিক্যাল নিতে গেলে তখন দুর্নীতির একটা সুযোগ থেকে যেতো। আমাদের এখন পরবর্তী প্রচেষ্টা ট্রেড লাইসেন্স ডিজিটাল করা। এবছরের শেষ নাগাদ ট্রেড লাইসেন্সও অনলাইনের মাধ্যমে হয়ে যাবে। এছাড়াও আগামী মাস থেকে ডিজিটাল গাড়ি পার্কিং সেবা শুরু হবে।