আজ থেকে টুইটার ব্যবহারকারীরা তাদের রিটুইটে ছবি, ভিডিও অথবা জিআইএফ যুক্ত করতে পারবেন। বিশ্বাব্যাপী আইওএস, অ্যান্ড্রয়েড ও মোবাইল ওয়েব অ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন।
নতুন এই সুবিধাটি দেখানোর পদ্ধতিটা একটু ভিন্ন ছিলো। গত জানুয়ারীতে একজন গ্রাহকের দেয়া টুইটের উত্তরের সাথে জিআইএফ যুক্ত করে প্রকাশ করা হয়েছে।
কীভাবে ব্যবহার করবেন?
যেকোনো টুইটের রিটুইট বাটনে ক্লিক করুন এবং ‘রিটুইট উইথ কমেন্ট’ অপশনটি সিলেক্ট করুন। এখন টেক্সটের সাথে ছবি, ভিডিও অথবা জিআইএফ যুক্ত করুন। তারপর সেন্ড বাটনে ক্লিক করুন। ব্যাস, হয়ে গেলো।
বর্তমানে রিটুইট কনটেন্টের সাথে মূল টুইটটি লিংক আকারে দেখায়। ফলে অন্যরা মূল টুইটটি দেখতে চাইলে লিংকে ক্লিক করতে হবে। যদিও কিছু কিছু ব্যবহারকারী এটিকে বিরক্তিকর মনে করতে পারেন!
ডিবিটেক/বিএমটি