চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মী ছাঁটাই নয়; কর্মী বান্ধব প্রযুক্তিকে সুধাবাদ জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, কর্মী ছাঁটাই হয় এমন প্রযুক্তিতে আমরা দেশে স্বাগত জানাতে পারি না। আমরা সেই প্রযুক্তিকে সবসময় সাধুবাদ জানাই যে প্রযুক্তি কর্মীদের কাজে আরো দক্ষ করে তুলবে। তবে দক্ষলোক তৈরি সময় সাপেক্ষ। এজন্য সকলেই ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন।
রোববার সন্ধ্যায় আইইবি কাউন্সিল হলে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষিতে বায়োমেডিকেল প্রকৌশলের ভূমিকা নিয়ে এই সেমিনারের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের কম্পিউটার প্রকৌশল বিভাগ।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইইবি সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেন, বর্তমানে অ্যাপল বায়োমেট্রিক টেকনলোজিতে নজর দিয়েছে। এ কারণেই হুয়ায়ে বর্তমানে বাজারে শীর্ষ স্থান অধিকার করেছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট বায়োমেডিকেল প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ডঃ মোহাম্মদ ইমামুল হাসান।
আইইবি কম্পিউটার প্রকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মো: রনক আহসানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইইবি কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডঃ প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ তমিজ উদ্দিন আহমেদ।