আগামী ১৪ মে বিশ্বব্যাপী উন্মোচন হবে ওয়ানপ্লাসের ৭ প্রো স্মার্টফোন। তার আগেই ইন্টারনেটে ফাঁস হয়েছে ফোনটির তথ্য। জানা গেছে ৬ গিগাবাইট, ৮ গিগাবাইট ও ১২ গিগাবাইট র্যামের তিনটি সংস্করণে আসবে ফোনটি। একইসাথে উন্মোচন হবে ওয়ানপ্লাস ৭।
পপ-আপ সেলফি ক্যামেরার দুইটি ফোনেই থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। ইতিমধ্যে অ্যামাজনে ফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে।
৬ গিগাবাইট র্যামের ওয়ানপ্লাস ৬ প্রো সংস্করণে থাকবে ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি। ৮ গিগাবাইটিও ১২ গিগাবাইট র্যামের সংস্করণে থাকবে ২৫৬ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি। ফোনটির আরেকটি বিশেষত্ব হলো এটি ৫জি সাপোর্টেড। থাকবে ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ গিগাহার্টজ।
ওয়ানপ্লাস ৭ প্রোর পিছনে থাকবে তিনটি ক্যামেরা। যার একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ১৬ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সাথে থাকছে অপটিক্যাল ও ইলেকট্রনিক ইমেজ স্টাবিলাইজেশন।
ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪০০০ এমএএইচ ব্যাটারি। পাওয়া যাবে নীল, ধূসর ও বাদামী রঙে।