গ্যালাক্সি সিরিজের ১০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বিশ্বের সকল গ্যালাক্সি এস১০ ক্রেতাদের প্রতি ইমেইলের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্যামসাংয়ের প্রেসিডেন্ট এবং সিইও ডিজে কোহ।
গ্যালাক্সি এস১০ ক্রয় করে স্যামসাংয়ের প্রতি আস্থা এবং প্রতিষ্ঠানকে আরো উদ্বুদ্ধ করায় সম্মানিত ক্রেতাদের ধন্যবাদসম্বলিত ইমেইল প্রেরণ করেছেন ডিজে কোহ। ইমেইলে তিনি আরো উল্লেখ করেন যে, ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া স্যামসাং আজ এই জায়গায় আসতে পারতো না।
তিনি আরো বলেন, “আগেও আমরা নেতৃত্ব দিয়েছি আর এখনও আমরা সেই জায়গাতেই আছি, এটিই আমাদের ঐতিহ্য এবং ক্রেতাদের প্রতি আমাদের প্রতিজ্ঞাবদ্ধ মনোভাব। আগামি ১০ বছরে আমাদের লক্ষ হচ্ছে ‘ইনোভেটরস অব নিউ মোবাইল এক্সপেরিয়েন্স’, যা আপনি যেভাবে যেখানেই যান না কেনো সেই অনুযায়ী ধারাবাহিকতা বজায় থাকবে।”
সম্প্রতি গ্যালাক্সি এস সিরিজের এক দশক পূর্তি উদযাপনের সন্ধিক্ষণে প্রিমিয়াম স্মার্টফোন গ্যালাক্সি এস১০ বাজারে এনেছে স্যামসাং। এ সিরিজের ডিভাইসগুলোর পরবর্তী প্রজন্মের ডিসপ্লে, ক্যামেরা ও কার্যকারীতা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নিয়ে গিয়েছে ভিন্ন এক উচ্চতায়।