দেউলিয়া সুরক্ষা চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে নথি জমা দিয়েছে ক্রিপ্টোমুদ্রা টেরাইউএসডি’র মালিকানা কোম্পানি ‘টেরাফর্ম ল্যাবস (টিএফএল)’। আদালতে জমা দেওয়া নথিতে নিজেদের তালিকাভুক্ত সম্পদের পরিমাণ ১০ থেকে ৫০ কোটি ডলার বলে উল্লেখ করেছে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানিটি।
ডেলাওয়্যারের আদালতে জমা দেওয়া নথি অনুসারে, ২০২২ সাল থেকে ক্রিপ্টোর বাজারে ধসের মুখে পড়া কোম্পানিটি যুক্তরাষ্ট্রে ‘চ্যাপ্টার ১১ দেউলিয়া সুরক্ষা’ চেয়েছে।
এর আগে একইভাবে ‘চ্যাপ্টার ১১ দেউলিয়া সুরক্ষা’ চেয়ে ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্স-এর সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রিড। পরবর্তীতে, বাহামা দ্বীপপুঞ্জ থেকে গ্রেপ্তার করে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়।
অতিরিক্ত অর্থায়ন ছাড়াই চ্যাপ্টার ১১ মামলাটি চলার সময় কর্মী ও সরবরাহকদের সকল আর্থিক দাবি দাওয়া পূরণ করবে টেরাফর্ম ল্যাবস। এ ছাড়া, ব্লকচেইন ব্যবহারকারীদের জন্য ‘ওয়েব৩’ সেবা অব্যাহত রাখার পরিকল্পনাও করছে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি