কাস্টম জিপিটি স্টোর চালুর সময় পিছিয়ে দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। শুক্রবার (১ ডিসেম্বর) কোম্পানিটির একটি অভ্যন্তরীণ মেমোর বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২৪ সালের আগে এ স্টোর বাজারে ছাড়বে না ওপেনএআই। খবর সময় নিউজ।
এর আগে নভেম্বর মাসে অনুষ্ঠিত প্রথম ডেভেলপার কানফারেন্সে ওপেনএআই কাস্টম জিপিটি এবং স্টোর উন্মোচন করে ওপেনএআই। এটি গত মাসেই বাজারে ছাড়ার কথা ছিলো।
মেমোতে বলা হয়েছে, কোম্পানিটির তাদের গ্রাহকের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে জিপিটির আরও উন্নতিসাধন করতে কাজ করে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টমানের বরখাস্ত ও পুর্নবহাল হওয়া এবং কর্মীদের পদত্যাগের হুমকির নাটকীয় ঘটনার জন্য এই বিলম্ব হচ্ছে।
ডিবিটেক/বিএমটি