গ্রাহকদের আরো বেশি ক্যাশলেস লেনদেনে আগ্রহী করে তুলতে বিশ্বের শীর্ষস্থানীয় পেমেন্ট টেকনোলজি নেটওয়ার্ক ভিসা এর সঙ্গে যৌথ ভাবে বিভিন্ন পরিমান ছাড়, বোনাস এবং ক্যাশব্যাক ঘোষণা করেছে বাংলাদেশের সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ও মার্চেন্ট সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ। দুই মাস ধরে চলবে এই আয়োজন।
এসএসএলকমার্জ এর ডিজিটাল কিমউনিকেশন ম্যানেজার জামি উল হাসান জানিয়েছেন, ইজি ডট কম ডটবিডিতে মিলবে ২০% বোনাস (সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত)। ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই, নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি এবং ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটির জন্য ১৫ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত) দেয়া হচ্ছে।
এছাড়াও জিপেলাইভে গ্রামীণফোনের ব্যালান্স রিচার্জে ২০% ছাড় (সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত) ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে অনলাইন কেনাকাটার ডিজিটাল পেমেন্টে প্রিয়শপে ১৫% (সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত), ডিল বাজারে ১২% (সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত) এবং সাদমার্টে ১০% (সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ও, আমাদের বাজারে ১০% (সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত), ছাড় দিচ্ছে।
স্নিপার পিম্প ১৫% ডিসকাউন্ট (সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত) এবং স্নেহ ও ফার্নিচার বাড়িতে ১০% (সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত) ছাড় দিচ্ছে এসএসএসল-ভিসা।