জনপ্রিয় মাল্টিপ্লেয়ার গেম লিগ অব লিজেন্ডস এবার মোবাইলে আসতে পারে। এতোদিন আইওএস এবং অ্যান্ড্রয়েড হোমস্ক্রিণ মাতানো গেমটির প্যারেন্ট কোম্পানি টেনসেন্ট ও ডেভেলপার কোম্পানি রায়ট ‘লিগ অব লিজেন্ডস’ এর মোবাইল সংস্করণ আনতে কাজ করছে।
রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উভয় প্রতিষ্ঠান গত একবছর ধরে এ বিষয়ে কাজ করছে। যদিও মোবাইলে গেমটি খেলতে আগ্রহীদের কমপক্ষে ২০২০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই মোবাইল সংস্করণের মাধ্যমে এশিয়াতে রায়টের পদচারণা শুরু হবে, যেখানে পিসি এবং গেমিং কনসোলের তুলনায় মোবাইল গেমিংয়ের প্রবৃদ্ধি বেশি। তবে অন্যান্য অঞ্চলের গেমাররাও এতে বাড়তি সুবিধা পেয়ে যাবেন।
যদি রায়ট এবং টেনসেন্ট লিগ অব লিজেন্ডস এর মোবাইল সংস্করণ প্রকাশ করে তাহলে পাবজি, হার্টস্টোন, ফোর্টনাইটের মতো জনপ্রিয় গেইমগুলোর মতো আরেকটি বড় পিসি টু পকেটস গেমের তালিকায় যুক্ত হবে এটি।
ডিবিটেক/বিএমটি