আগামী ১৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০। ইন্টারনেট নিয়ে প্রথম বারের মতো এই জাতীয় মেলার আয়োজন করেছে ডাক ও টেলিযোগযোগ বিভাগ। মেলাটি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপিএবি।
তিন দিনের এ মেলায় প্রথম বারের মতো ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পাচ্ছেন ৬ ব্যক্তি ও ৮ প্রতিষ্ঠান। মেলা আয়োজক কমিটির প্রস্তাবিত ৭০ ব্যক্তি/প্রতিষ্ঠানের মধ্য থেকে তিন পর্যায়ের ভোটিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে সম্মাননা ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে এগিয়ে থাকা প্রযুক্তি ব্যক্তিত্বের মধ্যে দুই জনকে মনণোত্তর এবং চার জনকে জীবদ্দশাতেই সম্মাননা দেয়া হচ্ছে।
সম্মাননা প্রাপ্তরা হলেন মাসিক কমপিউটার জগৎ পত্রিকার প্রতিষ্ঠাতা অধ্যাপক মরহুম আবদুল কাদের এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাবেক সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু।
এছাড়াও ইউনিয়ন পর্যায়ে অনলাইন চক্ষু চিকিৎসক নামে পরিচিত ভিশন সেন্টারের ডঃ গোলাম মোস্তাফা, দেশে প্রথম ইন্টারনেট ব্রডব্যান্ড ব্যবসায় পরিচালনার জন্য গ্রামীণ সাইবারনেট ব্যবস্থাপনা পরিচালক গোলাম মহিউদ্দিন, তথ্যপ্রযুক্তি খাতকে বিশ্বে পরিচয় করিয়ে দেয়ার জন্য প্রযুক্তিবিদ আব্দুল্লাহ এইচ কাফি এবং ডিজিটাল শিক্ষা সম্প্রসারণে ভূমিকা রাখায় পরমা সফট স্বত্ত্বাধিকারী জেসমিন জুঁই এই সম্মাননা পাচ্ছেন।