ব্যবসায় চাপের মুখে প্রথমবারের মতো কর্মী কমানো শুরু করেছে মোবাইল অপারেটর রবি। এজন্য মঙ্গলবার থেকে স্বেচ্ছা পৃথকীকরণ স্কিম (ভিএসএস) ঘোষণা করেছে। এরপর থেকেই অপারেটরটির গুলশান কার্যালয়ে কর্মরত কর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। জানাগেছে, ভিএসএস স্কিমের মাধ্যমে বেশ কিছু সংখ্যক কর্মী সংখ্যাকে চাকরি থেকে ইস্তফা দেয়ার অফার দেয়া হচ্ছে।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র অনুমতি নিয়েই মোবাইল ফোন অপারেটরটি এই উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে চলতি সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে কর্মী কমানোর সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক অপারেটরটির একজন কর্মকর্তা জানিয়েছেন, বিটিআরসির বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে এখন নেটওয়ার্ক সম্প্রসারণসহ ভেন্ডর সংশ্লিষ্ট অনেক কর্মী বেকার হয়ে পড়ায় মূলত তাদেরকে ছাঁটাই করতেই এই স্কিম ঘোষণা করেছে রবি। স্কিমে কর্মীদের অবসরের নিয়মিত পাওনার সঙ্গে বাড়তি অর্থ দেয়া হবে।
প্রসঙ্গত, এই একই ধরনের ভিএসএস স্কিমে অন্তত পাঁচ দফায় গ্রামীণফোন এবং তিন দফায় বাংলালিংক কর্মী ছাঁটাই করেছে।
ডিজিবাংলা/আএইচ