স্নাতক পড়ুয়াদের জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে রাজধানীর মহাখালীতে শুরু হলো দুইদিনব্যাপী Affine ব্লকচেইন হ্যাকাথন ২০২২। আজ ২৮ অক্টোবর, ২০২২ তারিখ সকাল থেকে সারা বাংলাদেশ থেকে ২৬ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই হ্যাকাথন শুরু হয়েছে। বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় Web3 কোম্পানি Wind এবং Anchorblock- এর যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই আয়োজনে বিজয়ীদেরকে সর্বমোট দেড় লক্ষ টাকার প্রাইজমানি দেয়া হবে।
আইসিটি শিল্পে ব্লকচেইন সফটওয়্যার প্রকৌশলী হতে আগ্রহী স্নাতকদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির চাহিদা, প্র্যাকটিস এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানানোর জন্যই এ হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা মোট ৯ টা দলে ভাগ হয়ে এ হ্যাকাথনে অংশ নিচ্ছে। প্রতিটা টিম একটা নির্দিষ্ট আইডিয়ার উপর একটা প্রডাক্ট তৈরি করতে কাজ করছে।
এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান Affine এর প্রধান কারিগরি কর্মকর্তা তারিক আদনান মুন এবং ফাহাদ আহমেদ এ হ্যাকাথনের প্রথম দিনের ২টা টেকনিক্যাল সেশন নেন। তারা ডেসেন্ট্রালাইজ ফাইনান্স ও Web 3 নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। ব্লকচেইন প্রযুক্তি নিয়ে আমাদের দেশে থাকা খুব কম সংখ্যক ব্লকচেইন প্রকৌশলীদের পাশাপাশি স্থানীয় টেকি স্নাতকেরাও কাজ শুরু করবে বলে তিনি বিশ্বাস করেন। এ ধরনের হ্যাকাথন আয়োজন আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য অনেক বেশি সহায়ক হবে।
আয়োজন প্রসঙ্গে আয়োজকেরা জানান – সদ্য বিশ্ববিদ্যালয় স্নাতকদের তত্ত্বীয় ভিত্তিটা খুব ভাল হয়। কিন্তু, কখনো কখনো বাস্তব অভিজ্ঞতার অভাবে আরদ্ধ জ্ঞান প্রয়োগে সীমাবদ্ধতা তৈরি হয়। এছাড়া পড়ার সময় ইন্ডাস্ট্রি এক্সপোজারের সুযোগও সবাই পায় না। ফলে, কিছুটা ঘাটতি থেকেই যায়। এই হ্যাকাথনের উদ্দেশ্য অংশগ্রহণকারীদের এই ঘাটতি দূরীকরণে সাহায্য করা এবং ইন্ডাস্ট্রির কিছু মৌলিক প্র্যাকটিসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ এবং আইটি ইন্ডাস্ট্রিতে ব্লকচেইন সফটওয়্যার প্রকোশলী হিসাবে যোগ দিতে আগ্রহীদের জন্যই এই হ্যাকাথন। এই হ্যাকাথন থেকে নির্বাচিতদের দেশের বিভিন্ন ওয়েব৩ কোম্পানীতে ইন্টার্নশীপ ও ফেলোশীপের সুযোগ দেওয়া হবে।
এমন হ্যাকাথন আয়োজন ব্লকচেইন সফটওয়্যার সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি আগ্রহীদেরকে ব্লকচেইন সফটওয়্যার প্রকোশলী হিসেবে গড়ে তুলতে আরো বেশি সহায়ক হবে । এর পাশাপাশি আমাদের দেশের কারিগরি কোম্পানিগুলো এগিয়ে আসলে এই ধরণের আয়োজনকে আরও বড়ো আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব।