সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে গত ১৫ বছরে (২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এ বিভাগের অধীন সংস্থার মাধ্যমে বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্প, ক্রয় পরিকল্পনা ও সমাপ্ত কর্মসূচি খতিয়ে দেখতে কাজ শুরু করছে ৯ সদস্যের একটি বিশেষ কমিটি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন আইসিটি বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের আইন শাখার উপসচিব মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার। এরই মধ্যে এই কমিটি একটি বৈঠকও করেছেন। বৈঠকে অধিদপ্তরের উপ-পরিচালক, হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধি, এটুআই প্রকল্প পরিচালক মো: মামুনুর রশীদ ভূঁইয়া এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উন্নয়ন ও পরিকল্পনা শাখার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
তবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), সরকারি কেনাকাটা মূল্যায়নের গঠিত সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) একজন করে প্রতিনিধি থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তান নাম নির্বাচন না হওয়ায় বৈঠকে তাদের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না। একই ভাবে টেকনিক্যাল এক্সপার্টও অনুপস্থিত ছিলেন।
এ বিষয়ে কমিটির প্রধান মাহবুবুর রহমান বলেছেন, আইসিটি বিভাগের আওতায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনেক প্রকল্প নিয়েছেন। সব প্রকল্পের তথ্য আমরা চেয়েছি। এসব প্রকল্প আমরা খতিয়ে দেখবো, কোথাও সমস্যা ও দুর্নীতি হয়েছে কি না। প্রকল্পের আওতায় পরামর্শকসহ কিছু অপ্রয়োজনীয় খাতও দেখানো হয়েছে, সেগুলোও দেখবো। এক কথায়, প্রকল্পের সব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করবো।
এজন্য কোনো সময় বেধে দেয়া না হলেও জাতীয় স্বার্থে অতিরিক্ত দায়িত্ব হলেও দ্রুততার সঙ্গে এবং সুক্ষ্মতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তিনি বলেছেন, অনুসন্ধানে প্রকল্পের কেনাকাটার ধরন, পিপি মূল্যায়ন, পিসিআর পর্যালোচনা ও নীরিক্ষা প্রতিবেদন যেমন আমলে নেয়া হবে পিপিপি চুক্তি যদি আন ইভেন হয় তাও খুঁজে বের করা হবে। প্রকল্প কতটা জনবান্ধব সে বিষয়টিও গুরুত্ব পাবে। একইসঙ্গে অপ্রয়োজনীয় বিষয়টিও সনাক্ত করা হবে। আসলে গত ১৫ বছরে বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের সামগ্রিক মূল্যায়ন করা হবে।
মাহবুবুর রহমান আরো বলেন, সংস্থার চলমান প্রকল্পসমূহের সর্বশেষ হালনাগাদ অগ্রগতি প্রতিবেদন যাচাই করে দেখবে মূল্যায়ন কমিটি। দুর্নীতি অনুসন্ধানে প্রয়োজনে টেকনিক্যাল বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে একজন এবং তদন্তকারী প্রতিষ্ঠান থেকে একজন করে প্রতিনিধি নেওয়া হবে। পরবর্তীসময়ে প্রয়োজন হলে অন্য কোনো সংস্থা থেকে আইটি বিশেষজ্ঞ নেওয়া হবে। তাদের নিয়েই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন সংস্থাসমূহ থেকে ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে চলমান ২২টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, অবশিষ্ট কার্যক্রম এবং ওই কার্যক্রম সম্পাদনের অপরিহার্যতা যাচাই করা হবে।
প্রসঙ্গত, আইসিটি বিভাগের অধীনে ৮টি সংস্থার মাধ্যমে ২২টি প্রকল্প চলমান রয়েছে আর সমাপ্ত হয়েছে ৩৩টি প্রকল্প। এছাড়াও সমাপ্ত কর্মসূচির সংখ্যা ৩৩টি।