উদ্ভাবনের মাধ্যমে জীবনযাপনের রূপান্তর (ট্রান্সফর্মিং লাইফ থ্রু ইনোভেশন) স্লোগান আগামী ৬ ফেব্রুয়ার থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) শুরু হচ্ছে সফটওয়্যার খাতের সবচেয়ে বড় মেলা বেসিস সফটএক্সপো ২০২০। কনভেনশন সেন্টারের ৫টি হল জুড়ে ৪ দিনব্যাপী এ মেলায় থাকবে ডিজিটাল জীবনের নানা আয়োজন। সফটওয়্যার ছাড়াও আইটি সেবার পসারা প্রদর্শনের পাশাপাশি সেমিনার ও ব্যবসায় চুক্তিও হবে এই আয়োজনে। থাকছে কনসার্টের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান।
- ১০টি বিশেষ জোনে ৩০০টিরও বেশি দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল থাকবে মেলায়। ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী।
- মেলা চলাকালে অনুষ্ঠিত হবে ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক সেমিনার। এসব সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ১০০ জনেরও বেশি দেশি-বিদেশি তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞের অংশগ্রহণ।
- মেলার দ্বিতীয় দিন দুই হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আইসিটি ক্যারিয়ার ক্যাম্প।পাশাপাশি তৃতীয় দিনে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সবচেয়ে বড় আউটসোর্সিং সম্মেলন।
দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা প্রসারের লক্ষ্যে আয়োজিত দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিটুবি ম্যাচমেকিং সেশনে সুইডেন, জাপান, নেদারল্যান্ডস থেকে ব্যবসায়ী প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন।শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে সিএক্সও লিডারশিপ মিট।