টানা স্মার্টফোনের ব্যবহার কেবল স্নায়ুর ওপর চাপ তৈরি করে না; শিক্ষার্থীদের আঙুলের শক্তি কমিয়ে দেয়। এর প্রভাবে পরীক্ষায় লেখার গতি শ্লথ করে দিতে পারে।
পিঞ্চ স্ট্রেন্থের মানের ওপর স্মার্টফোন ব্যবহারের প্রভাব বিষয়ক এক গবেষণায় এমন তথ্যই প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের তত্ত্বাবধানে গবেষণা দলে ছিলেন ওই বিভাগের দুই শিক্ষার্থী আদিত্য রাইহান আকিব ও ওয়াসিফ হোসেন এই গবেষণা পরিচালনা করেন।
গবেষণার তথ্য বলছে, শিক্ষার্থীরা একটানা বেশিক্ষণ স্মার্টফোন ব্যবহার করলে তাদের পিঞ্চ স্ট্রেন্থ কমে যায়। স্মার্টফোন ব্যবহারের সময় মানুষ তার বেশির ভাগ শক্তি হাতের এ দুই আঙুলের ওপরই দিয়ে থাকে। আর কলম ধরার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ হওয়ায় গবেষণার জন্য তা বেছে নেয়া হয়।
পিঞ্চ স্ট্রেন্থ পরিমাপ করার জন্য ‘ডিজিটাল পিঞ্চ/গ্রিপ অ্যানালাইজার’ নামে একটি ইনস্ট্রুুমেন্ট ব্যবহার করা হয়। এ গবেষণায় পাওয়া তথ্য বিশ্লেষণের জন্য রিসার্চ টুল হিসেবে ব্যবহার হয়েছে মাইক্রোসফট এক্সেল ও স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুল (এসপিএসএস) সফটওয়্যার।
মোট ৭১ জন শিক্ষার্থীর ওপর পরিচালিত এ গবেষণায় ডিজিটাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে প্রথমে প্রত্যেক অংশগ্রহণকারীর পিঞ্চ স্ট্রেন্থের মান বের করা হয়। তাদের ৬৮ দশমিক ১ মিলিমিটার, ৭৩ দশমিক ৯ মিলিমিটার ও ৭৭ দশমিক ২৬ মিলিমিটার—এ তিনটি ভিন্ন প্রস্থের স্মার্টফোন দেয়া হয়েছিল। ৩০ মিনিট পরপর পিঞ্চ স্ট্রেন্থের মান নেয়া হয়।
১৯-২২ বছর বয়সী শিক্ষার্থীদের ওপর পরিচালিত ওই গবেষণার ফলাফল অনুযায়ী, গড় পিঞ্চ স্ট্রেন্থ সবচেয়ে বেশি পাওয়া গেছে ১৯ বছর বয়সী ছেলেদের ক্ষেত্রে, ২৪ দশমিক ৭৬ নিউটন। একই বয়সী মেয়েদের ক্ষেত্রে এটি ২৪ দশমিক ৬ নিউটন। ২০ বছর বয়সী ছেলেদের পিঞ্চ স্ট্রেন্থ ২৩ দশমিক ৭৮ ও মেয়েদের ২৩ দশমিক ৫ নিউটন। ২১ বছর বয়সী ছেলেদের পিঞ্চ স্ট্রেন্থ ২৪ দশমিক ৮২ ও মেয়েদের ক্ষেত্রে তা ২২ দশমিক ৪ নিউটন। আর ২২ বছর বয়সী ছেলেদের পিঞ্চ স্ট্রেন্থ পাওয়া গেছে ২২ দশমিক ৫৬ ও মেয়েদের ২৩ দশমিক ৬৭ নিউটন।
গবেষণায় পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতি ৩০ মিনিট অন্তর শিক্ষার্থীদের পিঞ্চ স্ট্রেন্থ কমে যায়। আর ৯০ মিনিট পর এটির মান সবচেয়ে বেশি কমে যায়। ছেলেদের ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারের আগে পিঞ্চ স্ট্রেন্থের গড় মান ছিল ২৮ দশমিক ৮৩ নিউটন, যা ৯০ মিনিট ব্যবহারের পর ১৪ দশমিক ২৫ নিউটনে নেমে আসে। মেয়েদের ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারের আগে পিঞ্চ স্ট্রেন্থের গড় মান ছিল ২৩ দশমিক ৫৩ নিউটন, যা ৯০ মিনিট ব্যবহারের পর ১১ দশমিক ৯৫ নিউটনে নেমে আসে।