আগামী ৫ বছরে আফ্রিকাতে এক বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে বিশ্বের বৃহত্তম পেমেন্ট প্রসেসর কোম্পানি ভিসা। ডিজিটাল পেমেন্টের সম্ভাবনাময় অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এই উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। বুধবার ইউএস-আফ্রিকা লিডারস সামিটে ভিসার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে ডজনখানেক আফ্রিকান নেতাদের নিয়ে তিনদিনের এই সামিট অনুষ্ঠিত হচ্ছে।
ভিসার প্রধান নির্বাহী কর্মকর্তা আলফ্রেড কেলি জুনিয়র বলেন, কয়েক দশক ধরে স্থানীয় ব্যবসায়ের প্রবৃদ্ধিতে আফ্রিকাতে বিনিয়োগ করে আসছে ভিসা।
নতুন এই বিনিয়োগের ফলে মহাদেশটিতে আগামী বছরগুলোতে ই-পেমেন্টের প্রবৃদ্ধি নগদ লেনদেনকে বেকায়দায় ফেলতে পারে। বছরে ই-পেমেন্টের বাজারের প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। ২০২৫ সাল নাগাদ এই বাজার ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে যেখানে ল্যাটিন আমেরিকাতে সেটি হবে ২০০ বিলিয়ন ডলার।
ডিবিটেক/বিএমটি