ওপেন ব্যাংকিং ও ক্রেডিট রেফারেন্স কোম্পানি ‘ক্রেডিট কুডোস’-কে অধিগ্রহণ করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গত ২১ মার্চ ক্রেডিট কুডোসের আপডেট হওয়া টার্মস অব ইউজ পেজে বলা হয়, কোম্পানিটি অ্যাপলের মালিকানাধীন প্রতিষ্ঠান। এছাড়া ক্রেডিট কুডোসের পলিসি লিংক সরাসরি অ্যাপলের ওয়েবসাইটে রিডাইরেক্ট হচ্ছে। খবর এনগ্যাজেট।
দ্য ব্লকের মতে, চলতি সপ্তাহের প্রথমদিকে এই অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। আর এক্ষেত্রে ক্রেডিট কুডোসের ভ্যালুয়েশন ধরা হয়েছে ১৫০ মিলিয়ন ডলার।
ক্রেডিট কুডোস মূলত একটি ক্রেডিট চেক এজেন্সি, যেটি একজন ব্যক্তির আর্থিক সক্ষমতা ও কোনো ঋণ আছে কিনা সে বিষয়ে একটি সমন্বিত তথ্য প্রদান করে। এর এপিআই যুক্তরাজ্যের ওপেন ব্যাংকিং প্ল্যাটফর্মেরর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট ডেটা বিশ্লেষণ করে থাকে। এর ফলে কোনো ব্যক্তি ঋণ কিংবা অন্যান্য আর্থিক সেবা চাইলে সে বিষয়ে ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান সহজে ও দ্রুততার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
এটি অধিগ্রহণের মাধ্যমে অ্যাপল কার্ড আটলান্টিকের অপর প্রান্তেও পৌঁছাতে পারবে। ২০১৯ সাল থেকে অ্যাপলের এই ক্রেডিট কার্ডটি যুক্তরাষ্ট্রে সেবা প্রদান করে আছে। ক্রেডিট কুডোসের এপিআই যুক্তরাজ্যে অ্যাপল কার্ডের আবেদনকারীদের আবেদন গ্রহণের বিষয়ে দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে সহায়তা করবে।
ডিবিটেক/বিএমটি