ক্রেডিট কার্ড ফি ও কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড নিয়ে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও ভিসার মধ্যে দূরত্ব বাড়ছে। তবে ভিসার প্রধান অর্থনৈতিক কর্মকর্তা প্রত্যাশা করছেন, শিগগিরই এই বিষয় নিয়ে অ্যামাজনের সাথে সমঝোতায় পৌঁছাতে পারবে ভিসা। খবর রয়টার্স।
গত বুধবার অ্যামাজন জানায়, আগামী বছরের জানুয়ারির মধ্যভাগ থেকে ব্রিটেনে ভিসা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করবে না অ্যামাজন। এরপর যুক্তরাষ্ট্র থেকে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড বন্ধ করে দেয়ার পরিকল্পনার ঘোষণাও দেয় অ্যামাজন।
অ্যামাজনের ঘোষণার পর বেশ নড়েসড়ে বসেছে পেমেন্ট প্রসেসিং কোম্পানিটি। ভিসার প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ভাসান্ত প্রভু বলেন, অতীতেও আমরা এ ধরণের বিষয় সমাধান করেছি, আমি বিশ্বাস করি আগামীতেও এগুলোর সমাধান হবে। আমরা প্রত্যাশা করি, নতুন বিবৃতির মাধ্যমে যুক্তরাজ্যের গ্রাহকরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্থ না হয় তেমন ঘোষণা আসবে।
এর আগে অ্যামাজন জানিয়েছিলো, প্রযুক্তির অগ্রযাত্রায় ক্রেডিট কার্ডের চার্জ ক্রমেই কমা উচিত, কিন্তু তারা উচ্চ চার্জ অব্যহত রাখছে এমনকি চার্জ বাড়িয়েও দিচ্ছে।
ডিবিটেক/বিএমটি