তালেবানরা যাতে ক্লাবহাউজ ব্যবহারকারীদের ট্র্যাকিং না করতে পারে সেজন্য আফগানিস্তানে অ্যাপটির গ্রাহকদের সুরক্ষায় পদক্ষেপ নিলো অডিও চ্যাটিং অ্যাপটি। ইতিমধ্যেই ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে সকল ব্যক্তিগত তথ্য সরিয়ে ফেলা হয়েছে।
খবরে বলা হয়, দেশটির ব্যবহারকারীদের বায়ো এবং ছবি রিসেট করে সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া সহজেই যাতে অ্যাকাউন্টগুলোকে সার্চ করা না যায় সেই ব্যবস্থা করেছে ক্লাবহাউজ।
এক বিবৃতিতে ক্লাবহাউজের একজন মুখপাত্র বলেন, এই পদক্ষেপে ব্যবহারকারীর অনুসারীদের উপর কোনো প্রভাব পড়বে না। ব্যবহারকারীরা চাইলে তাদের অ্যাকাউন্টে করা পরিবর্তন সরিয়ে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবেন।
মানবাধিকার বা সুরক্ষার প্রয়োজনে ছদ্মনাম ব্যবহার কিংবা ব্যক্তিতথ্য তথ্য প্রকাশ না করার প্রতি ক্লাবহাউজের সম্মতি রয়েছে, সেটি আবার ব্যবহারকারীদের মনে করিয়ে দেয়া হলো।
সম্প্রতি তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আফগানিস্তানে ব্যবহারকারীদের সুরক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় ফেসবুক ‘ওয়ান-ক্লিক টুল’ চালু করেছে। ইউটিউব, ইনস্টাগ্রামেও ব্যবহারকারীদের সুরক্ষায় উদ্যোগ নিতে দেখা গেছে।
ডিবিটেক/বিএমটি