ক্রিপ্টোকারেন্সি সমর্থনে একধাপ এগিয়ে গেলো ভিসা। বর্তমানে কোম্পানিটি পরীক্ষামূলকভাবে তাদের নেটওয়ার্কে ইউএসডি কয়েন (ইউএসডিসি)-তে পেমেন্ট করার সুযোগ দিচ্ছে। এই প্রকল্পের অধীনে ক্রিপ্টোকারেন্সিং ও পেমেন্ট প্লাটফর্ম ক্রিপটো ডটকম এর সাথে কাজ করছে ভিসা। চলতি বছরের মধ্যে আরও অংশীদার যুক্ত করার পরিকল্পনা করেছে কোম্পানিটি।
ইউএসডিসি একটি স্ট্যাবলকয়েন, যার মূল্যমান ইউএস ডলারের সমান। ফলে অন্য ক্রিপ্টোকারেন্সির মতো এটিকে আলাদাভাবে ডলারে কনভার্ট করার প্রয়োজন নেই। ফলে সহজেই পেমেন্ট সেটেলমেন্ট সম্ভব হবে।
বর্তমানে ক্রিপ্টো ডটকম ভিসা কার্ড ব্যবহারে কোনো পণ্য কিনতে চাইলে ক্রিপ্টোকারেন্সিকে সাধারণ কারেন্সিতে কনভার্ট করতে হয়। ক্রিপ্টো ওয়ালেট ব্যাংকে সাধারণ কারেন্সি প্রেরণ করে এবং দিনশেষে উক্ত ফান্ডটি সেটেলমেন্টের জন্য ভিসাতে ট্রান্সফার করা হয়। এই প্রক্রিয়াটি জটিল এবং ব্যয়সাপেক্ষ। তবে ইউএসডিসিতে ট্রানজেকশন হলে সেটি ট্রাডিশনাল কারেন্সিতে সেটি কনভার্ট করার প্রয়োজন হবে না।
বর্তমানে মাস্টারকার্ড, পেপালসহ অন্যান্য শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করছে। অনেক মার্চেন্ট এখন সরাসরি ক্রিপ্টো পেমেন্ট নিয়ে থাকে। গত সপ্তাহে বিটকয়েনের মাধ্যমে টেসলা ইভি কেনার সুযোগ চালু করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি