থ্রিডি প্রিন্টেড বাড়ি এখন আর কল্পনা নয়। মাইটি বিল্ডিং নামের এক কোম্পানি মাত্র ২৪ ঘন্টাতেই থ্রিডি প্রিন্টেড বাড়ি তৈরি করে সেটি ক্যালিফোর্নিয়াতে সরবরাহ করছে। ফলে চাইলেই এখন যে কেউ থ্রিডি প্রিন্টেড বাড়ি কিনতে পারবেন। খবর সিনেট।
এর আগেও থ্রিডি প্রিন্টের বাড়ি দেখা গেছে, তবে বিভিন্ন দিক থেকে মাইটি বিল্ডিং অনেকাংশে এগিয়ে আছে, বিশেষ করে এর উপকরণের দিক থেকে।
অন্য কোম্পানি যেখানে কনক্রিট-ভিত্তিক প্রিন্টিং উপকরণ ব্যবহার করে, সেখানে মাইটি বিল্ডিং সিনথেটিক স্টোন ব্যবহার করছে। ইউভি লাইটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে উপকরণগুলো প্রস্তুত হয়ে যায়। এছাড়া এই উপকরণ জটিল আকার ও গঠন প্রিন্টিং সহজ করে।
অন্য কোম্পানি যেখানে প্রিন্টিং করার জন্যই বিরতিহীনভাবে ২৪ ঘন্টা সময় নেয়, সেক্ষেত্রে মাইটি বিল্ডিং তাদের প্রিফেব্রিকেটেড অ্যাপ্রোচের কারণে ২৪ ঘন্টার মধ্যেই বাড়ি গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে। আর এজন্য বাড়ি নির্মানের ৮০ শতাংশ কাজই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাজ করছে।
ডিবিটেক/বিএমটি