বিশ্বব্যাপী অ্যাপলের হাজারো স্টোর, রিপেয়ার সেন্টার কমিউনিটি হাব রয়েছে। তবে এবারই প্রথম ব্যতিক্রম কিছু হতে যাচ্ছে। প্রথমবারের মতো ভাসমান স্টোর চালু করতে যাচ্ছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।
খবরে বলা হয়, সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস রিসোর্টের কাছে এই ডোম-আকৃতির স্টোর চালু করার পরিকল্পনা করেছে অ্যাপল। বিষয়টি অ্যাপলের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।
দিনক্ষণ নির্ধারণ না হলেও শিগগিরই এটি চালু হবে বলে জানিয়েছেন অ্যাপলের একজন মুখপাত্র। অফিশিয়াল টিজারে বলা হয়েছে, এটি হবে এমন এক জায়গা যেখানে আপনি নতুন কিছু খুঁজে পাবেন, সংযুক্ত হতে পারবেন এবং তৈরি করতে পারবেন।
এটি হবে সিঙ্গাপুরে অ্যাপলের তৃতীয় স্টোর। ২০১৭ সালে এবং পরবর্তীতে ২০১৯ সালের জুলাই মাসে দেশটিতে দুটি পৃথক স্টোর চালু করা হয়।
ডিবিটেক/বিএমটি