বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্লাউড সেবা বাড়াতে আরো দুই হাজার কর্মী নিয়োগ করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল করপোরেশন। যুক্তরাষ্ট্রের সিয়াটল, সান ফ্রান্সিসকো, ভারতসহ ওরাকল ডেটা সেন্টারের কাছাকাছি অঞ্চলে এই নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ক্লাউড অবকাঠামো বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডন জনসন।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, আগামী বছরের শেষ নাগাদ ক্লাউড সেবা বাড়াতে নতুন ২০টি অঞ্চল ঠিক করবে তারা। বর্তমানে ওরাকল ১৬টি অঞ্চলে ভাগ করে ক্লাউড সেবা দেয়। নতুন করে এশিয়া ও ইউরোপের কিছু অঞ্চল ভাগ করার পাশাপাশি চিলি, জাপান, দক্ষিণ আফ্রিকা ও ইউএইতে ক্লাউড সেবা বাড়াবে প্রতিষ্ঠানটি।
জানাগেছে, বর্তমানে ক্লাউড ব্যবসায় ওরাকলের প্রধান প্রতিদ্বন্দ্বী আমাজন ওয়েব সার্ভিসেস ও মাইক্রোসফট। তাদের সঙ্গে আরও ভালোভাবে প্রতিযোগিতা করতে নতুন কর্মী নিয়োগ ও অর্থ ও বিপণন খাতের মতো বিভিন্ন খাতে ক্লাউড সেবা বাড়ানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, চলতি বছরের ৩১ মে পর্যন্ত হিসাব অনুযায়ী, ওরাকলে ১ লাখ ৩৬ হাজার কর্মী রয়েছেন। এর মধ্যে ১৮ হাজার কর্মী ক্লাউড সেবার সঙ্গে যুক্ত।