এখন গুগল ফটোজে কোনো ছবি সার্চ করার সময় সেটির টাইটেল কী ছিলো সেটি না জানা থাকলেও চলবে। যদি ছবিতে কোনো লেখা থাকে সেটি লিখে সার্চ করলেই ঐ ছবিটি পাওয়া যাবে। গুগল ফটোজের সর্বশেষ আপডেটে এই সুবিধা পাবেন গ্রাহকরা। খবর এনগ্যাজেট।
গুগল অনেক আগে থেকেই ফটোজ অ্যাপে টেক্সটের মাধ্যমে নির্ধারিত ছবি খোঁজার কাজটি সহজ করার চেষ্টা করছে। গত বছরে সার্চ জায়ান্টটি একাধিক অবজেক্ট রিকগনিশন ফিচার চালু করেছে, যার ব্যাকআপ অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করেছে গুগল লেন্স।
নতুন সুবিধায় ছবিতে থাকা কোনো সাইন কিংবা একটি বইয়ের ব্যাকপেইজে কী লেখা আছে সেটি সনাক্ত করবে গুগল ফটোজ। এরপর ব্যবহারকারী সেই টেক্সট লিখেও সার্চ করলে ঐ ছবিতে দেখাবে। এছাড়া ছবিতে যে টেক্সট থাকবে সেটি কপি-পেস্ট করারও সুযোগ থাকছে নতুন সুবিধায়।
যেহেতু অ্যাপের মধ্যেই ট্রান্সলেট করার সুযোগ থাকছে বলে এটি বিদেশে ভ্রমণকারীদের জন্য খুবই কার্যকরী হবে। তারা মেন্যুর ছবি তুলে সেটি ট্র্রান্সলেট করে নিজের পছন্দের ভাষাতেই মেন্যু সম্পর্কে জানতে পারবে।
ডিবিটেক/বিএমটি