অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করার অভিপ্রায়ে গ্রামীণ জনগণের আর্থিক অন্তর্ভুক্তির পথ সুগম করতে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটটি চালু করা হয়েছে। ফেনীর সোনাগাজী উপজেলায় ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে (ইবিএল) নতুন এই এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করা হয় সম্প্রতি।
এই কার্যক্রমের এজেন্ট ব্যাংকিং স্বত্বাধীকারী কে ই সি এন্টারপ্রাইজের ইঞ্জিনিয়ার রিফাত খন্দকার।
এ শাখার কার্যক্রম অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ জনগণের আর্থিক অন্তর্ভুক্তির পথ সুগম করতে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রবিবার (২৮ আগস্ট) উপজেলার ডাকবাংলা মিয়ার বাজার রোডে শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল। আরও উপস্থিত ছিলেন হেড অব এজেন্ট ব্যাংকিং মো. জাহেদ চৌধুরী, ফেনী শাখার বিএসএসএম মহিবুল ইসলাম এবং মিয়াজী মার্কেটের স্বত্বাধীকারী কামাল মিয়াজী।