রিহ্যাব ফেয়ার-২০২৪ এর পর্দা নামছে শুক্রবার (২৭ ডিসেম্বর)। গত ২৩ ডিসেম্বর বিআইসিসি,আগারগাঁও, ঢাকাতে শুরু হয় ৫ দিনব্যাপী এবারের মেলা। মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। ক্রেতা টানতে প্লট-ফ্ল্যাট বুকিং ও ডাউন পেমেন্টে, ম্যাকবুক এয়ার, আইফোন, রয়েল এনফিল্ড বাইক এসি ফ্রি দেয়ার মতো নানা অফার দিচ্ছে আবাসন প্রতিষ্ঠানগুলো। কেউ কেউ ঢাকা টু থাইল্যান্ডের বিমান টিকিট, ওমরা করার সুযোগও করে দিচ্ছে মেলার অফারে।
আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন নির্মাণসামগ্রীর প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
মেলায় আশিয়ান গ্রুপ এককালিন বুকিংয়ে ৩০ শতাংশ ছাড়ের সঙ্গে একটি ম্যাকবুক এয়ার ফ্রি দিচ্ছে। এবারের রিহ্যাব মেলায় ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার ঘোষণা করেছে শেলটেক। এছাড়া স্পট বুকিং করলে গ্রাহকরা জিতে নিতে পারবেন আইফোন বা প্লে স্টেশন ৫ (পিএস৫)।
এছাড়াও মেলায় ৭৫ হাজার পর্যন্ত ক্যাশব্যাক এবং শূন্য শতাংশ লোন প্রসেসিং ফি এ সুবিধা রেখেছে সিটি ব্যাংক। সর্বোচ্চ ২৫ বছর মেয়াদের লোন দিচ্ছে ঢাকা ব্যাংক। সম্পত্তির ৭০ শতাংশ মূল্যের সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা রেখেছে ব্যাংকটি। বাণিজ্যিক ও আবাসিক স্থাপনা নির্মাণ ক্রয় ও সম্প্রসারণের জন্য সর্বোচ্চ ২৫ কোটি টাকা পর্যন্ত মেয়াদী ঋণ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক। নতুন অথবা ব্যবহৃত আবাসিক নির্মাণ সংস্কার ইত্যাদি প্রয়োজনে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত লোন দেবে ডাচ বাংলা ব্যাংক।
মেলা বিষয়ে রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া জানান, বিগত সময়ের তুলনায় এবারের মেলায় লিংকেজ প্রতিষ্ঠানও ভালো সাড়া পাচ্ছে। আশা করা যায়, আজ শেষ এবং সাপ্তাহিক ছুটির দিনে আজ ক্রেতা-দর্শনার্থীর আরো ভাল সাড়া মিলবে। সব কিছু মিলিয়ে আবাসন মেলা সফল এবং এই খাতের সংকট কাটাতে সহায়তা করবে।
এবারের রিহ্যাব মেলায় গোল্ড স্পনসর ক্রিডেন্স হাউজিং, শেল্টেক্, ট্রপিক্যাল হোমস, র্যাংগস প্রপার্টিজ ও নাভানা রিয়েল এস্টেট। কো-স্পনসর হিসেবে রয়েছে ১৮টি আবাসন প্রতিষ্ঠান। সেগুলো হচ্ছে এবিসি রিয়েল এস্টেট, আনোয়ার ল্যান্ডমার্ক, এশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট, অ্যাশিউর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, আটলান্টিক প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট, সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট, কম্প্রিহেনসিভ হোল্ডিংস, ইস্টার্ন হাউজিং, ইন্সপায়ার্ড ডেভেলপমেন্ট, অনওয়ার্ড ডেভেলপমেন্ট, প্লাটিনাম হোল্ডিংস, পূর্বাচল প্রবাসী পল্লী, র্যানকন রিয়েল এস্টেট, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট, সেনাকল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সুবর্ণ ভূমি হাউজিং, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স এবং আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট।
২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এটি ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের ২৬তম ফেয়ার। এ ছাড়া চট্টগ্রামে ১৫টি মেলা সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এই ফেয়ারের মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে।