মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি ভারতে অ্যাজিউর ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেঙ্গালুরুতে এক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এটি মাইক্রোসফটের ভারতে এ পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ। খবর রয়টার্স।
দুই বছরের এই বিনিয়োগ পরিকল্পনা কেবল এআই প্রযুক্তির সম্প্রসারণই নয়, ভারতের জনগণকে এআই বিষয়ে দক্ষ করে তুলতেও ব্যবহার করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট। সম্প্রতি ঘোষণা করা ৮০ বিলিয়ন ডলারের এআই ডেটা সেন্টার প্রকল্পের পাশাপাশি এই অতিরিক্ত তহবিল বরাদ্দ করা হয়েছে।
ভারত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে আবির্ভূত হয়েছে। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এবং এএমডির সিইও লিসা সু সম্প্রতি ভারতে সফর করেছেন এবং বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।
মাইক্রোসফট বর্তমানে ১০টি ভারতীয় শহরে ২০,০০০-এর বেশি কর্মী নিয়োগ করেছে। সত্য নাদেলা বলেন, “ভারতের টেক কমিউনিটির সহযোগিতা আমাদের এআই প্রকল্প, বিশেষ করে গিটহাব কোপাইলট-এর মতো টুলগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
তিনি আরও জানান, গিটহাবে ভারতের ডেভেলপার কমিউনিটি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, যা ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
মাইক্রোসফট ভারতে ২০৩০ সালের মধ্যে ১ কোটি মানুষকে এআই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে। গত বছর প্রতিষ্ঠানটি ২৪ লাখ মানুষকে প্রশিক্ষিত করেছে।
ডিবিটেক/বিএমটি