যুক্তরাষ্ট্রে নতুন ডেটা সেন্টার নির্মাণে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রকল্পে বিনিয়োগ করবেন সংযুক্ত আরব আমিরাতের ধনকুবের ব্যবসায়ী ও ড্যাম্যাক প্রপার্টিজের প্রতিষ্ঠাতা হুসেইন সাজওয়ানি। খবর টেকক্রাঞ্চ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, প্রকল্পটির প্রথম পর্যায়ে অ্যারিজোনা, ইলিনয়, ইন্ডিয়ানা, লুইজিয়ানা, মিশিগান, ওহাইও, ওকলাহোমা এবং টেক্সাসে ডেটা সেন্টার নির্মাণ করা হবে। এগুলো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড প্রযুক্তি সমর্থন করবে।
হুসেইন সাজওয়ানি বলেন, “আমরা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছি। আমাদের লক্ষ্য ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা, এমনকি এর চেয়েও বেশি।”
তবে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হয়নি।
পূর্বের প্রতিশ্রুতির অভিজ্ঞতা
বিনিয়োগের এই প্রতিশ্রুতি পূরণ হবে কিনা, তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। এর আগে ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প এবং উইসকনসিনের গভর্নর স্কট ওয়াকার ঘোষণা দিয়েছিলেন, তাইওয়ানের প্রতিষ্ঠান ফক্সকন মিলোওয়াকির কাছে একটি ক্যাম্পাস নির্মাণে ১০ বিলিয়ন ডলার ব্যয় করবে। কিন্তু কয়েক মাসের মধ্যেই ফক্সকন তাদের পরিকল্পনা হ্রাস করে। ২০২২ সালের শেষে উইসকনসিন পাবলিক রেডিও জানায়, প্রতিষ্ঠানটি ১৩,০০০ কাজের প্রতিশ্রুতির বিপরীতে মাত্র ১,০০০ কাজ সৃষ্টি করে এবং ২০২৩ সালের শুরু পর্যন্ত মাত্র ১ বিলিয়ন ডলার ব্যয় করে।
চিপস অ্যাক্ট নিয়ে বিতর্ক
ট্রাম্প বিদায়ী বাইডেন প্রশাসনের চিপস অ্যাক্টের সমালোচনা করেছেন। ২০২২ সালে পাস হওয়া এই আইনটি আমেরিকান সেমিকন্ডাক্টর শিল্প পুনরুজ্জীবিত করতে ৩৯ বিলিয়ন ডলার অনুদান, ২৫% কর ক্রেডিট এবং আরও কয়েক বিলিয়ন ডলার ঋণ বরাদ্দ দেয়।
ট্রাম্প এবং রিপাবলিকান নেতারা চিপস অ্যাক্ট বাতিল করার হুমকি দিয়েছেন। গত অক্টোবরে জো রোগানের একটি সাক্ষাৎকারে ট্রাম্প তাইওয়ানকে “আমাদের চিপ শিল্প চুরি করার” অভিযোগ করেন এবং আমদানি করা সেমিকন্ডাক্টরের ওপর শুল্ক আরোপের আহ্বান জানান।
ডেটা সেন্টারের চাহিদা বৃদ্ধি
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে ডেটা সেন্টার অবকাঠামোতে বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন প্রযুক্তি খাতের নেতারা। মাইক্রোসফট ইতোমধ্যে ৮০ বিলিয়ন ডলার এআই ডেটা সেন্টারে বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে।
একই বিষয়ে ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বলেছেন, ট্রাম্প প্রশাসনের জন্য চিপস অ্যাক্টের চেয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার বড় সুযোগ রয়েছে। অল্টম্যান বলেন, “যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ এত জটিল হয়ে গেছে, যা দেশের জন্য ক্ষতিকর।”
নতুন প্রশাসন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সেন্টার খাতে বিনিয়োগ বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে এই প্রযুক্তির নতুন ঢেউয়ের নেতৃত্বে নিয়ে যেতে পারে বলে আশা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
ডিবিটেক/বিএমটি