ইউক্রেনের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কিয়েভস্টার, সারসরি সেলুলার স্যাটেলাইট সংযোগ প্রদানের জন্য ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে চুক্তি করেছে। কিয়েভস্টারের মূল প্রতিষ্ঠান ভিওএন সোমবার এই ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স
এই প্রযুক্তিতে সরাসরি সেলুলার ডিভাইসগুলো এমন স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হবে, যা মডেম ব্যবহার করে মোবাইল টাওয়ারের মতো কাজ করে। এটি মহাকাশ থেকে সরাসরি স্মার্টফোনে ফোন সিগনাল প্রেরণ করবে।
কিয়েভস্টার জানিয়েছে, ২০২৫ সালের শেষ প্রান্তিকে বার্তা আদান-প্রদানের সুবিধা নিয়ে সরাসরি সেলুলার সেবা চালু হবে। ভবিষ্যতে ধাপে ধাপে ভয়েস ও ডেটা সেবাও যুক্ত করা হবে।
স্টারলিংক, যা ইতোমধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ও এর সামরিক বাহিনীকে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ প্রদান করছে, এ বছরের শুরুতে সরাসরি সেলুলার ক্ষমতাসম্পন্ন প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে।
ইউক্রেন হবে বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি, যেখানে সরাসরি সেলুলার সংযোগ চালু হবে এবং প্রথম সংঘাতপূর্ণ এলাকা, যেখানে স্টারলিংক এই প্রযুক্তি চালু করছে।
২০২২ সাল থেকে রাশিয়া, স্টারলিংক স্যাটেলাইট ও গ্রাউন্ড টার্মিনালের মধ্যে সিগনাল বিঘ্নিত করার প্রচেষ্টা বাড়িয়েছে।
চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি। তবে এটি এমন সময়ে এসেছে, যখন স্টারলিংকের মালিক ইলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের আগত ট্রাম্প প্রশাসন এবং এর ইউক্রেন নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হচ্ছেন।
নভেম্বরে, মাস্ক নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি আলোচনায় অংশ নেন এবং স্টারলিংক স্যাটেলাইট সরবরাহ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি