আগামী সপ্তাহে ভিয়েতনামের প্রযুক্তি কোম্পানি ও সরকারের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্রের চিপ জায়ান্ট এনভিডিয়া। মূলত সেমিকন্ডাক্টর তৈরিতে দেশটির সঙ্গে সহযোগিতামূলক এ আলোচনা অনুষ্ঠিত হবে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, চিপ সংযোজন বা তৈরিতে সবচেয়ে বড় কারখানাগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতেই অবস্থিত। এর মধ্যে ইন্টেলের কারখানাও রয়েছে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের কারণে চিপ উৎপাদন খাতে এগিয়ে যাওয়ার জন্য ভিয়েতনামের সামনে সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে ইন্টেলও সেখানে ডিজাইন ও উৎপাদন কার্যক্রম বাড়ানোর কথা ভাবছে।
এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং আগামী সপ্তাহে ভিয়েতনাম সরকার ও প্রযুক্তি কোম্পানিগুলোর মুখপাত্রদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ডিবিটেক/বিএমটি