আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটজিপিটি ও গুগলের বার্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ওপেনসোর্স এআই ‘লামা’ এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা। মূলত গবেষক ও ডেভেলপারদের জন্য এটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে।
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সাথে যৌথভাবে এই এআই ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলো মেটা।
এ বিষয়ে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানান, ওপেন সোর্স উদ্ভাবনের দিকে নিয়ে যায় কারণ এটি ডেভেলপারদের নতুন প্রযুক্তি তৈরি করতে সাহায্য করে। লামা ২ সম্পূর্ণ ওপেনসোর্স। ফলে আরও বেশি লোক তাদের সম্ভাব্য সমস্যাগুলো শনাক্ত এবং সমাধান করতে এটি ব্যবহার করতে পারবে।
গত ফেব্রুয়ারিতে এই এআই সিস্টেমের ‘লামা’ সংস্করণটি প্রকাশিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা অন্য বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিপরীতে অনেকটা উন্মুক্ত পদ্ধতিতে লামা নিয়ে কাজ করছে মেটা ও মাইক্রোসফট। এর ফলে বিভিন্ন কোম্পানি ও গবেষকরা নিজস্ব এআই ব্যবস্থা তৈরির জন্য লামার ডেটা ও কোড দেখার সুযোগ পাবেন।
ডিবিটেক/বিএমটি