এবার পোষা বিড়ালের ওপর নজর রাখতে ব্যবহৃত হচ্ছে এআই প্রযুক্তি বা কৃত্রিমবুদ্ধি। এই প্রযুক্তি পোষা বিড়াল যেন ঘরে মৃত কোনো প্রাণী নিয়ে আসতে না পারে তা প্রতিরোধ করবে। মূলত এআই প্রযুক্তিটি বিড়ালের মুখে কোন প্রাণী আছে কিনা তা যাচাই করে বিড়ালটিকে ঘরের দরজা দিয়ে প্রবেশ করার ছাড়পত্র দেবে।
প্রথমে বাসাতেই নিজের তৈরি এই প্রযুক্তিটির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছেন আমাজন আমাজনের প্রকৌশলী বেন হাম।
আমাজনের প্রকৌশলী বেন হাম বলেন, প্রায়ই তার পোষা বিড়ালটি মৃত প্রাণী ঘরে নিয়ে আসে। কিন্তু প্রতিনিয়তই যদি দিনের শুরু হয় একটি মৃত কোনো প্রাণীকে দেখে, তা সত্যিই বীভৎস। সেই বীভৎসতা থেকে মুক্তি পেতেই এই মডেলটি তৈরি করেছি।
তিনি বলেন, এআই প্রযুক্তি খুব ভালোভাবেই কাজ করছে এবং বিড়ালটি মৃত প্রাণী নিয়ে ঢোকার আগ মুহূর্তেই দরজাটি বন্ধ হয়ে যায়। এটা সত্যিই আনন্দের যে, এআই প্রযুক্তি ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যাও সমাধান করা যায়।
মডেলটির মাধ্যমে বিড়াল যেখান দিয়ে ঘরে প্রবেশ করবে সেখানে আমাজনের ‘ডিপলিংক ক্যামেরা’ স্থাপন করা হয়েছে। এই সিস্টেমে বিড়ালটির বিভিন্ন ছবি স্টোর করেছেন আমাজন ইঞ্জিনিয়ার। আর এআই অ্যালগোরিদমে বিড়ালটিকে সনাক্ত করার জন্য ২৩ হাজারের বেশি ছবি ধারণ করা হয়েছে।
এ অ্যালগরিদমটি তিনটি ধাপ অনুসরণ করে: ফ্রেমে বিড়াল আছে কিনা তা শনাক্ত করবে, বিড়ালটি ঘরে আসছে নাকি চলে যাচ্ছে এবং বিড়ালটি কি আসার সময় কোনো প্রাণী তার মুখে করে নিয়ে আসছে কিনা তা শনাক্ত করবে।
এই তিনটি ধাপে শনাক্তের পর বিড়াল প্রবেশের দরজাটি বন্ধ হয়ে যাবে। এজন্য দরজায় ওরডুয়িনো ডিজিটাল বোর্ড ব্যবহার করেছেন। এই সিস্টেম থেকে তৎক্ষণাৎ বিড়ালের ছবি চলে যাবে প্রযুক্তি ব্যবহারকারীর ফোনে।
[প্রিয় পাঠক, আপনিও ডিজি বাংলা’র অংশ হয়ে উঠুন। প্রযুক্তি বিষয়ক খবরা-খবর, মোবাইল-গেম রিভিউ, স্কুল-কলেজ পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্ভাবন-গবেষণা, মেলা, ফ্যাশন, লাইফস্ট্যাইল, ক্যারিয়ার, পরামর্শ, টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ভিডিও/ছবিসহ মেইল করুন-press@digibanglatech.news এ ঠিকানায়। আপনার সঙ্গে যোগাযোগের নম্বরটিও লিখুন। লেখা আপনার নামে প্রকাশ করা হবে। মনোনীত লেখার জন্য সম্মানি দেয়া হবে।]