ফেসবুক, ইউটিউব, অপেরা মিনি এবং টিকটকের মতো সীমিত কিছু অ্যাপস ব্যবহারের সুযোগ নিয়ে দেশের বাজারে এলো নতুন একটি ফোর জি ফিচার ফোন। ‘আমার প্রথম ফোরজি ফোন’ অফারে ২২৫০ টাকায় কো-ব্র্যান্ডেড ‘সিম্ফনি ইভো ১০’ নামের এই ভোল্টি (ভিওএলটিই) প্রযুক্তির ফোনটি যৌথ অংশীদারিত্বে দেশের বাজারে এনেছে বাংলালিংক ও দেশীয় ফোন ব্র্যান্ড সিম্ফনি।
বুধবার এ বিষয়টি নিশ্চিত করে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদি আল আমিন জানান, দেশজুড়ে ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সিম্ফনির সাথে অংশীদারিত্বে মাধ্যমে সাশ্রয়ী ফোরজি ডিভাইস বাজারে ছেড়েছেন তারা। প্রথমবারের মতো এই ফোন ব্যবহারকারীদের বিনামূল্যে ছয় মাসের জন্য ৯ জিবি ইন্টারনেট (৬ জিবি নিয়মিত ফোরজি ইন্টারনেট ও ৩ জিবি ইন্টারনেট টফি ব্রাউজ করার জন্য) অফার করা হয়েছে। এর মধ্যে প্রথম মাসে ৪ জিবি ডেটা (১ জিবি ফোরজি ডেটা এবং ৩ জিবি টফি ডেটা) পাওয়া যাবে। বাংলালিংকের নতুন ও পুরানো সকল গ্রাহক এ অফার উপভোগ করতে পারবেন।
অপরদিকে সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ জানান, ইভো ১০ ডিভাইসটি বাংলালিংক স্টোর, পার্টনার আউটলেট ও দেশজুড়ে সকল ওপেন চ্যানেলে পাওয়া যাবে। এতে রয়েছে ২.৪-ইঞ্চি ডিসপ্লে, ৪৮ এমবি র্যাম ও ১২৮ এমবি রম, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সাথে আরও আছে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ফ্ল্যাশসহ ডিজিটাল ক্যামেরা। ডিভাইসটিতে ২০০০ কনট্যাক্ট সেভ করা যাবে।