অ্যাপল আর্কেড হলো একটি গেমিং ইকোসিস্টেম যা, আইফোন, আইপ্যাড এমনিক অ্যাপল টিভি মডেলেও কাজ করে। এজন্য অ্যাপল ব্যবহারকারীকে আর্কেডে সাবস্ক্রাইব করতে হবে। তারপরেই তিনি তার অ্যাপল ব্যবহার করে কিছু জনপ্রিয় গেম উপভোগ করতে পারবেন।
এই ব্যবস্থা সক্রিয় থাকলে অ্যাপল ওই ব্যবহারকারীকে অফলাইনে গেম খেলতে দেবে। এমনকী অনেক ব্র্যান্ডের গেম কন্ট্রোলার ব্যবহার করার সুযোগও দেবে।
আপল আর্কেডের আরও একটি ভালো দিক রয়েছে। এখানে প্রতিবার নতুন গেমের খবর পাওয়া যায়। সম্প্রতি প্রযুক্তি জায়ান্টটির পক্ষ থেকে ৮টি নতুন গেম আনার ঘোষণা দেয়া হয়েছে। এই গেমগুলো আর্কেড গ্রাহকরা তাদের আইফোনে খেলতে পারবেন।
যারা ইতিমধ্যেই আর্কেডের সদস্য, তারা দুই শতাধিক গেম খেলতে পারেন। চলতি নভেম্বর ও ডিসেম্বরে ডিজনি ড্রিমলাইট ভ্যালি আর্কেড এডিশন, ফুটবল ম্যানেজার ২০২৪ টাচ, পাজল অ্যান্ড ড্রাগন স্টোরি ও সনিক ড্রিম টিম নামের গেম আর্কেডে আসবে।
এছাড়া বর্তমান যে গেমগুলো রয়েছে তার প্রায় ৫০টিতে নতুন আপডেট আসবে। এর মাধ্যমে গ্রাহকদের নতুন লেভেল, অস্ত্র এবং আরও অনেক কিছু পেতে সাহায্য করবে, ফলে খেলা আরও উপভোগ্য হবে।
ডিবিটেক/বিএমটি