মোবাইল ইলেকট্রোনিক্স বাজারে সবচেয়ে টেকসই গ্লাস এনেছে করনিং। উন্মোচন করা হয়েছে গরিলা গ্লাস ভিকটাস। সবচেয়ে দারুন বিষয় হলো এটি দুই মিটার উপর থেকে পড়লেও ভাঙবে না। খবর এনগ্যাজেট।
করনিং জানিয়েছে, অধিকাংশ গ্লাসই সাধারণত ০.৮ মিটার উপর থেকে পড়লে ভেঙে যায়। তবে এটি দুই মিটার পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারবে। এছাড়া আগের সংস্করণ গরিলা গ্লাস ৬ এর চেয়ে নতুন সংস্করণটি দ্বিগুন দাগ প্রতিরোধী।
করনিং আরও জানিয়েছে, বর্তমানে ৪৫টি ব্র্যান্ডের মাধ্যমে আট বিলিয়নের অধিক ডিভাইসে গরিলা গ্লাস ব্যবহার হয়েছে। গ্রাহকরা মূলত গ্লাস কতোটা টেকসই সেটি বিবেচনা করেন, তাই গ্রাহকদের পাশাপাশি ব্র্যান্ডদের কাছেও এটি প্রধান গুরুত্ব পায়।
ডিবিটেক/বিএমটি