জিপিস্টার গ্রাহকদের জন্য ফ্রাইডে’কে আরো স্পেশাল করে তুলতে এই অফারটি এনেছে অপারেটরটিজনপ্রিয় ফুড আউটলেট কিভা হান ও বাও’য়ের সাথে ফ্ল্যাগশিপ উইকেন্ড অফার ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ ঘোষণা করেছে গ্রামীণফোন। এই অফারে প্রতি শুক্রবার কিভা হানের যেকোনো আউটলেটে প্রথম ২০ জন জিপিস্টার গ্রাহক বিনামূল্যে উপভোগ করতে পারবেন তাদের জনপ্রিয় রেড ভেলভেট কেক। পাশাপাশি দিনব্যাপী তাদের যে কোন মেনুতে জিপিস্টার গ্রাহকরা পাবেন ১৫ শতাংশ ছাড়।।
অফারটি গ্রহণ করতে কিভা হানের যেকোনো আউটলেটে গিয়ে কিউআর কোড স্ক্যান করতে অথবা “KIVA” লিখে ২৯০০০ নাম্বারে পাঠানোর পর ফিরতি মেসেজটি কাউন্টারে দেখাতে হবে।
আগামী ২৮ জুন পর্যন্ত কিভা হান ও বাও’য়ের ঢাকা ও সিলেটের সকল আউটলেটে অফারটি উপেভোগ করতে পারবেন গ্রাহকরা।
অফার নিয়ে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোনে সবসময় আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের অনন্য অভিজ্ঞতা প্রদান করা। সেই অঙ্গীকারের প্রতিফলন হচ্ছে ফ্যান্টাস্টিক ফ্রাইডে ক্যাম্পেইন, যার মাধ্যমে আমরা গ্রাহকদের ছুটির দিনগুলোয় আনতে চাই জাদুর ছোঁয়া। কিভা হান ও বাও’য়ের সাথে চুক্তির মাধ্যমে জিপিস্টার গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার ও ছাড় আনতে পেরে আমরা আনন্দিত; যা তাদের প্রিয়জনদের সাথে দেবে আনন্দময় সব মুহূর্ত।
কিভা হান গ্রুপ্পো’র ম্যানেজিং ডিরেক্টর সমিত বিন সালমান বলেন, “ফ্যান্টাস্টিক ফ্রাইডে উদ্যোগের জন্য গ্রামীণফোনের সাথে অংশীদারিত্ব করতে আমরাপেরে অনেক আনন্দিত। শুক্রবারগুলো আসলে উপভোগ করার জন্য, এবং এই অংশীদারিত্বের ফলে আমাদের জিপিস্টার বন্ধুরা আরো কিছুটা বাড়তি মধুরতা উপভোগ করতে পারবেন। কিভা হান ও বাও’য়ে আপনাদের প্রত্যাশায় আমরা।”