“প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানবসম্পদের উন্নয়ন করা যায়। কর্মজীবনে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। ছোট বড় সকল প্রতিষ্ঠানেই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। প্রশিক্ষিত সহকর্মী নিজের অর্জিত জ্ঞান দিয়ে যে কোনো সমস্যা সমাধানের পথ পেয়ে যায় অতি সহজে। তবে প্রশিক্ষণের বিষয় নির্বাচনের সাথে সাথে তাদের উৎসাহ, আগ্রহ ও প্রশিক্ষণের প্রতি অনুরাগ সৃষ্টিমূলক সহযোগী বিষয় নির্বাচন করে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে।”
বুধবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে অনুষ্ঠিত “ট্রেনিং অন কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর অফিসার্স” শীষর্ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর উর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও একাউন্টিং এ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর বিভাগীয় এম. আমিনুর। এতে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার জনাব মোঃ ইমরান হোসেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরন করা হয়।