জনপ্রিয় কলার আইডি অ্যাপ ট্রুকলার এবার আইফোন ব্যবহারকারীদের জন্য রিয়েল-টাইম কলার আইডি সাপোর্ট চালু করেছে। এতদিন এই সুবিধাটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত ছিলো। অ্যাপলের নতুন আইওএস ১৮-এ লাইভ কলার আইডি লুকআপ ফিচার চালুর ফলে ট্রুকলার এই সুবিধাটি আইফোনে নিয়ে আসতে সক্ষম হয়েছে। খবর টেকক্রাঞ্চ।
২০২৪ সালের নভেম্বর মাসে ট্রুকলারের সহ-প্রতিষ্ঠাতা অ্যালান মামেদি এবং নামি জারিংহালাম তাদের নিয়মিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এটি ট্রুকলারের প্রথম বড় আপডেট।
বর্তমানে ট্রুকলারের ২৬ লাখের বেশি প্রিমিয়াম গ্রাহক রয়েছে, যার মধ্যে ৭.৫ লাখ ব্যবহারকারী আইওএসের। তবে, কোম্পানির আয়ের ৪০% আসে আইওএস গ্রাহকদের কাছ থেকে। আইফোন গ্রাহকদের প্রতি ট্রুকলারের আয়ের হার অ্যান্ড্রয়েডের তুলনায় ৮০% বেশি।
নতুন আপডেটে, ট্রুকলার একটি পৃথক এনক্রিপটেড ডেটাবেজ তৈরি করেছে আইওএসের জন্য। অ্যাপল ফোন অ্যাপ এনক্রিপটেড অনুরোধ পাঠিয়ে এই ডেটাবেজ থেকে রিয়েল-টাইমে কলার তথ্য সংগ্রহ করে। পুরো প্রক্রিয়া এনক্রিপশন পদ্ধতিতে পরিচালিত হবে।
নতুন ফিচারটি চালু করতে আইফোন ব্যবহারকারীদের সেটিংস > অ্যাপস > ফোন > কল ব্লকিং অ্যান্ড আইডেন্টিফিকেশন অপশনে যেতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে ট্রুকলার লাইভ কলার আইডি ফিচার এনেছিল, তবে সেটি সরাসরি রিয়েল-টাইম নয়। নতুন আপডেটে এটি রিয়েল-টাইমে কলার তথ্য দেখানোর সুবিধা দিচ্ছে।
ডিবিটেক/বিএমটি