চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বমিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ৩ জন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে এই দুইটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।
চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান এবং অর্থনৈতিক প্রতিবেদন পেশ করেন করেন কোষাধ্যক্ষ মনোয়ার ওয়াদুদ হৃদয়।
সঞ্চালনা করেন শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক জনাব মো. আসিফুর রহমান। অনুষ্ঠানে চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওমর ইমাম, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলামকে চুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।