২০১৮ সালের এপ্রিলে গুগল অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য একক টাস্ট অ্যাপ উন্মোচন করে, যা ওয়েব ক্যালেন্ডারের সাথে ইন্টিগ্রেটেড বা সংযুক্ত। কিন্তু এবার ক্যালেন্ডারের অ্যান্ড্রয়েড ও আইওএসে অ্যাপেও টাস্ট ইন্টিগ্রেশন করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা তাদের মোবাইল ক্যালেন্ডারেই টাস্ক তৈরি ও দেখতে পারবেন। খবর জিএসএম এরিনা।
নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীদের আলাদাভাবে টাস্ক অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই। বিদ্যমান ক্যালেন্ডার অ্যাপে নতুন টাস্ক তৈরি করা ও দেখা যাবে।
টাস্ক যুক্ত করতে নিচে ডানপাশের টাস্ক বাটনে ট্যাপ করতে হবে। এরপর বিস্তারিত তথ্য দিয়ে সেভ করলেই হবে। একথা বলার প্রয়োজন নেই যে, ক্যালেন্ডারের টাস্কগুলো মোবাইল ও ডেস্কটপে সিনক্রোনাইজ হবে। আগামী দুই সপ্তাহের মধ্যেই সকল জি স্যুট গ্রাহক ও ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা সেবাটি পেয়ে যাবেন।
ডিবিটেক/বিএমটি