তিন দিন ধরে বগুড়ার ইন্টারনেট সেবাদাতাদের মাইক্রোটিক রাউটিং শেখালো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)। উভয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে জেলার হোটেল ক্যাসেল সোয়াদে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ জন প্রকৌশলী।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক প্রশিক্ষক মো: মাহবুব হাসান পাভেল ও ইমাম হাসান রাজা।
শনিবার বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞাঁ। এসময় শিক্ষনার্থীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের সাথে প্রয়োগের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমরা ঢাকার বাইরে প্রতিটি বিভাগে ও জেলায় প্রতিনিয়ত এমন প্রশিক্ষণের আয়োজন করব। যার মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ররা যেমন সুফল পাবে তার সাথে সাথে আইএসপি প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে স্বল্প মূল্যে নিরাপদ ইন্টারনেট সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে সক্ষম হবে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি বগুড়া জেলা কমিটির আহবায়ক শরিফুল আলম মাসুদ। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিপিসির সহকারী পরিচালক ফয়সাল খান, রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক মো: শহিদুল ইসলাম, বগুড়া জেলা কমিটির যুগ্ন-আহবায়ক লোমানুর রাহমান জুয়েল; পরিচালক হারুনুর রশিদ দেওয়ান, মো: আতিকুর রহমান, ফাহাদ মেহেদী, মো: তানভীরুল আলম, আইএসপিএবি সদস্য মিঠু হাওলাদার প্রমুখ।