দেশের টেলিযোগাযোগ খাতের নেটওয়ার্ক টপোলজি এবং লাইসেন্সিং ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে অংশীজন ও বহুপক্ষীয় সভা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মো. এমদাদ উল বারীর সভাপতিত্বে বৈঠকে সরকারের নীতিনির্ধারক, কমিশনের সকল কমিশনার, মহাপরিচালক, পেরিচালক, শিক্ষাবিদ, টেলিকম আইন বিশেষজ্ঞ, টেলিকম শিল্প, আইসিটি ও ডিজিটাল শিল্পের শীর্ষ বিশেষজ্ঞ এবং টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টরা অংশ নেবেন।
সূত্রমতে, দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর আধুনিকীকরণ, সেবার মান উন্নয়ন, এবং সাশ্রয়ী সেবা নিশ্চিত করতেই বৈঠকে উন্মুক্ত আলোচনায় অংশ নেবেন খাত সংশ্লিষ্টরা। আলোচনায় ৫জি নেটওয়ার্ক ও পরবর্তী প্রজন্মের প্রযুক্তি বাস্তবায়ন এবং গ্রামীণ এলাকায় ডিজিটাল অন্তর্ভুক্তির বিষয়টি প্রাধান্য পাবে। প্রতিযোগিতার মাধ্যমে গ্রাহকদের জন্য খরচ কমানো এবং সেবার মান বাড়ানো; দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে পরবর্তী প্রজন্মের প্রযুক্তির ভূমিকা; কার্যকর সংযোগ ব্যবস্থা তৈরি এবং বিদ্যমান কাঠামোর আধুনিকীকরণ; সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক ব্যবস্থা তৈরি এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে উন্নত সেবা নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হবে।
বিটিআরসি আশা করছে, এ বৈঠকের মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে টেকসই উন্নয়ন এবং গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
প্রসঙ্গত, নেটওয়ার্ক টপোলজি দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করে। এটি অপারেটরদের মধ্যে সংযোগ স্থাপন, তথ্য বিনিময়, এবং গ্রাহকদের সেবা প্রদান স্থিতিশীল রাখে।