রাজধানীর অদূরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে চলছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দর্শনার্থীদের মেলা প্রাঙ্গনে নিরাপদ ও স্বাচ্ছন্দে যাতায়াতের জন্য বৈশ্বিক রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার এর সঙ্গে সমঝোতা চুক্তি করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
চুক্তির আওতায় মেলার অফিসিয়াল মোবিলিটি পার্টনার হিসেবে উবার অ্যাপ ব্যবহারকারীদের বিশেষ প্রোমো কোড সরবরাহ করবে ইপিবি। এছাড়াও, এই উদ্যোগকে সফল করতে বিশেষ পার্কিং সুবিধাও প্রদান করা হবে।
দ্বিপাক্ষিক চুক্তির বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং ইপিবি-এর ভাইস-চেয়ারম্যান ও সিইও মো. আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল জানিয়েছেন, দর্শনার্থীরা উবার ব্র্যান্ডেড বুথ বা উবারের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিশেষ প্রোমোকোড সংগ্রহ করতে পারবেন।