সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার) যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য একটি নতুন ভার্টিক্যাল ভিডিও ফিড চালু করেছে। টিকটক ও লেমন৮-এর মতো বাইটড্যান্স অ্যাপগুলো মার্কিন অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়ার সুযোগকে কাজে লাগাতে এক্স এই পদক্ষেপ নিয়েছে। খবর টেকক্রাঞ্চ।
নতুন ফিচার হিসেবে অ্যাপের নিচের ট্যাব বারে একটি ভিডিও ট্যাব যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের দ্রুত ভিডিও কনটেন্টে প্রবেশ করতে সাহায্য করবে।
অপর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লুস্কাইও ভার্টিক্যাল ভিডিওর জন্য কাস্টম ফিড উন্মোচন করেছে।
রবিবার এক্স এক পোস্টে জানিয়েছে, “আজ থেকে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ভিডিওর একটি নতুন ইমার্সিভ হোম চালু হচ্ছে।”
এক্স ব্যবহারকারীরা এর আগেও টাইমলাইনে থাকা ভিডিওতে ট্যাপ করে এবং স্ক্রল আপ করে শর্ট ভিডিও দেখতে পারতেন। নতুন এই ট্যাবটি শুধু ভিডিওর জন্য একটি নির্দিষ্ট সেকশন হিসেবে কাজ করবে।
এর আগেও এক্স ভিডিওর জন্য একটি মিডিয়া ট্যাব চালুর চেষ্টা করেছিল, যা অ্যাপ রিভার্স ইঞ্জিনিয়ারদের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। তবে এবারই প্রথম প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো ঘোষণা দিল।
সাম্প্রতিক সময়ে এক্স ভিডিও অভিজ্ঞতার ওপর জোর দিচ্ছে। গত বছর এটি বিভিন্ন সংগঠন ও কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখানোর জন্য একটি স্বতন্ত্র টিভি অ্যাপ চালু করেছিল।
টিকটক যুক্তরাষ্ট্রে সমস্যার সম্মুখীন হওয়ায় এক্স, মেটার ‘এডিটস’ এবং ব্লুস্কাইয়ের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এই সুযোগ কাজে লাগিয়ে ভিডিও নির্মাতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে।
ডিবিটেক/বিএমটি