নতুন মডেলের ৬৫ ইঞ্চি থেকে ৯৮ ইঞ্চি বড় স্ক্রিনের ফোরকে ইন্টারেক্টিভ ডিসপ্লে দেশের বাজারে অবমুক্ত করেছে স্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সিনেক্সা ব্র্যান্ড নামে মোট ১২টি ডিসপ্লেগুলো আইপিএস আলট্রা ইউএইচডি (UHD) ডিসপ্লে ও ইন্টারেক্টিভ টাচস্ক্রিনযুক্ত।
এগুলো প্রেজেন্টেশন, ভার্চুয়াল মিটিং কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য অত্যন্ত উপযুক্ত বলে জানিয়েছেন ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ।
তিনি জানান, কর্পোরেট অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদার কথা বিশেষভাবে বিবেচনা করে তৈরি সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে রয়েছে শক্তিশালী অ্যামোলজিক এ৩১১ডি২ অক্টাকোর এআরএম প্রসেসর (Amlogic A311D2 Octa-Core ARM Processor)। উন্নত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৮ জিবি ডিডিআর৪ র্যাম এবং ১২৮ জিবি রম। অপারেটিং সিস্টেম হিসেবে সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে অ্যান্ড্রয়েড ১৩ অথবা ওপিএস (OPS) মডিউলের মাধ্যমে উইন্ডোজ ব্যবহারেরও সুযোগ রয়েছে। এতে আরো রয়েছে ২০ পয়েন্ট মাল্টি-টাচ, স্ক্রিন মিররিং, রাইটিং, ইউএসবি ২.০. ৩.০, টাইপ এ ও সি, এইচডিএমআই, ল্যান, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, ভিজিএ, অডিও ইন, অডিও আউটসহ অসংখ্য কানেকটিভিটি সুবিধা।
অনলাইন মিটিংয়ের জন্য সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে দেয়া হয়েছে ৪৮ মেগা পিক্সেলের হাই কোয়ালিটি এআই (Ai) ক্যামেরা। সাউন্ড এক্সপেরিয়েন্স করার জন্য রয়েছে ৩৫ ওয়াট (আরএমএস) পর্যন্ত স্পিকার এবং এবং বিল্টইন মাইক্রোফোন।
ওয়ালটনের সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লের অ্যান্ড্রয়েড ভার্সনের মূল্য ২,৪৫,০০০ টাকা থেকে শুরু হয়েছে। আর ওপিএস (OPS) মডিউল সহ মূল্য শুরু হয়েছে ২,৯৯,৭৫০ টাকা থেকে। এছাড়াও রয়েছে শক্তিশালী মেটাল স্ট্যান্ড সহ প্যাকেজ নেয়ার সুবিধা। সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে রয়েছে ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।