ব্যবহারকারীদের টাকা দেবে ভারতের সোশ্যাল মিডিয়া ‘হেলো’ এবং ‘শেয়ারচ্যাট’। একজন ইউজার তার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের ‘হেলো’ ও ‘শেয়ারচ্যাটে’ প্লাটফর্মে নিয়ে আসলে প্রতি ইউজারের জন্য টাকা দেবে।
প্রতি নতুন ইউজার যুক্ত করলে হেলো ১০ রুপি দিলেও ১৫ রুপি দেবে শেয়ার চ্যাট।
এছাড়া স্ক্রাচ কার্ড ব্যবহারে ব্যবহারকারীকে ‘নিশ্চিত পুরস্কার’ দেবে শেয়ার চ্যাট ইউজার।
একইভাবে নতুন ইউজাররা যদি তাদের প্লাটফর্মগুলোতে সক্রিয় থাকেন তাহলে তার জন্য ‘প্রাইজ মানি’ দেবে হেলো।
অ্যাপ দুটোই ভারতের ১৪ থেকে ১৫ টি প্রাদেশিক ভাষায় পাওয়া যাচ্ছে। সেখানে হেলোর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫০ মিলিয়ন এবং শেয়ার চ্যাটের ৪৫ মিলিয়ন ব্যবহারকারী।