সড়ক দুর্ঘটনা রোধে সহজ রাইডারদের প্রশিক্ষণ দিলোব্র্যাক ড্রাইভিং স্কুল (বিডিএস)। গত ১ জুলাই থেকে ৪ জুলাই রাজধানীর আশকোনায় ব্র্যাকের রোড সেফটি ট্রেইনিং ভেন্যুতে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণ উপকরণসহ কারিগরি সহায়তাদানে কাজ করে দিল্লি ভিত্তিক ইন্দো-অস্ট্রিয়ান সংস্থা হিউবার্ট এবনার (এইচই)-ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
নিরাপদ সড়ক নিয়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করলো সহজ। এবারের প্রশিক্ষণে সহজের ১০০ মোটরসাইকেল চালক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে চালকদের নিরাপদভাবে মোটরসাইকেল চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একইসাথে চালকদের আত্মরক্ষামূলক ও নিরাপদ ড্রাইভিং- এ ইতিবাচক মনোভাব ও আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
প্রশিক্ষণের বিষয়াবলীর মধ্যে ছিলো নিরাপদ সড়ক নিয়ে ধারণা, চালকদের মনোভাব ও আচরণ, চালনার সঠিক উপায়, নাগরিক দায়িত্ব, ট্র্যাফিক সাইন ও সিগন্যাল এবং আত্মরক্ষামূলক চালনা যার মধ্যে ছিলো লেন ডিসিপ্লিন ও ড্রাইভিং, নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিরাপদে ওভারটেক করা ও চালানোর গতি। এছাড়াও, এ প্রশিক্ষণ কর্মসূচিতে পরিবেশবান্ধব গাড়ি চালনা, চালকের ভূমিকা ও দায়িত্ববোধ, ট্র্যাফিক আইন: প্রয়োজনীয় কাগজপত্র সহ অন্যান্য করণীয় ও বর্জনীয় সম্পর্কে অবহিত করা হয়।
প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা কতোটুকু লাভবান হলো তা মূল্যায়নে এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিয়ে যুক্তরাজ্যের ড্রাইভিং স্ট্যান্ডার্ড অথোরিটির (ডিএসএ) প্রশিক্ষণ মূল্যায়ন উপকরণের সহায়তায় ক্লাসরুম ভিত্তিক প্রি ও পোস্ট সেশনও অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন নিয়ে সহজের বিপণন পরিচালক শেজামী খলিল বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। যার যার জায়গা থেকে এ নিয়ে কাজ করতে হবে। সমাজ ও দেশের প্রতি অঙ্গীকারাবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে সহজ মোটরসাইকেল চালকদের সচেতন ও প্রশিক্ষিত করে তুলতে ব্র্যাকের যৌথ সহযোগিতায় এ উদ্যোগ গ্রহণ করেছে। আমরা মনে করি, চালক যদি সচেতন ও প্রশিক্ষিত হয়ে ওঠেন তাহলে দুর্ঘটনা অনেক হ্রাস পাবে।’
প্রশিক্ষণ শেষে এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা রোধে এর আগেও সহজ নানা উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো চালকদের জন্য সায়দাবাদে বিনামূল্যে চোখ পরীক্ষা ক্যাম্পের আয়োজন।