যাত্রা শুরুর ২ বছরের মধ্যেই তিনটি দেশের পাঁচ শহরে ছড়িয়ে পড়েছে নলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ ডটকম (www.haltrip.com)। ৫ হাজার নতুন উদ্যোক্তা ছাড়াও এখন হালট্রিপের সঙ্গে যুক্ত আছেন ১৫০ কর্মী।
বর্ষপূর্তি নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাজবীর হাসান বলেন,‘বাংলাদেশের ট্রাভেল সেক্টরকে ডিজিটালাইজড করার ইচ্ছা থেকে ২০১৭ সালে হালট্রিপ শুরু করি। মাত্র দুই বছরে বিশ্বের তিনটি দেশের পাঁচ শহরে অফিস স্থাপন করতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করেছি। এক লাখের বেশি পর্যটককে নানা ভাবে সেবা দিয়েছি। হালট্রিপ এখন বিশ্বসেরা ৫টি এয়ারলাইন্সের ১ নম্বর টিকিট সেলার। ২০টির বেশি ট্রাভেল পোর্টাল আমাদের এপিআই ব্যবহার করে গ্রাহকদের টিকেটিং সুবিধা দিচ্ছে।’
প্রসঙ্গত, গত ২ জুলাই গুলশান অফিসে দুই বছর পূর্ণ অনুষ্ঠান করে হালট্রিপ। অনুষ্ঠানে হালট্রিপের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর গুলশান, মতিঝিল, উত্তরায় রয়েছে হালট্রিপের নিজস্ব অফিস। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ আয়োজনের জন্য হালট্রিপের রয়েছে দক্ষ কর্মীবাহিনী।
এছাড়াও হালট্রিপের ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো উদ্যোক্তা ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিবন্ধন করতে পারবেন। সবকিছু যাচাই-বাছাই করে ওই উদ্যোক্তা হালট্রিপ ডটকমের মাধ্যমে ভ্রমণকারীদের টিকিট ও হোটেল বুকিং সেবা দিতে পারবেন।