২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্মার্টফোনের আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ শুল্ক বাড়ানোর কথা বলা হয়েছে। এর ফলে স্মার্টফোনের আমদানির ক্ষেত্রে শুল্ক ২৫ শতাংশে দাঁড়াবে।
বাজেট প্রস্তাবিত হওয়ার সাথে সাথে যেসব পণ্যে দাম বাড়ানোর সম্ভাবণা থাকে, সেগুলোর দাম পাশ হওয়ার আগেই বেড়ে যায়। এই ক্ষেত্রে ব্যাতিক্রম মোবাইল ফোনের বাজার। আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করা হলেও বাজার ঘুরে দেখা যায় বিদেশি ফোনের দাম এখনো বাড়েনি। তবে ধারণা করা হচ্ছে ১ জুলাই থেকে বাড়তে পারে ফোনের দাম।
রাজধানীর বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট এবং মোতালেব প্লাজায় রবিবার (৩০ জুন) ঘুরে দেখা যায় এখনো বাড়েনি ফোনের দাম। কিছু কিছু প্রতিষ্ঠানের নির্দিষ্ট মডেলের ফোনের দাম কমেছে।
হুয়াওয়ের অনেকগুলো মডেলের ফোনের দাম কমেছে। পাশাপাশি দাম কমেছে অপো, ভিভোসহ অনেক বিদেশী ফোনের।
সমাজের বিত্তবান লোকজন ব্যবহার করে স্মার্টফোন এবং ফিচার ফোন নিম্ন আয়ের জনগোষ্ঠি ব্যবহার করে যুক্তি টেনে আমদানির শুল্ক বাড়ানোর প্রস্তাব দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ফোনের দাম বাড়ানোর ফলে বিদেশ থেকে আমদানীকৃত ফোনের দাম বাড়বে এবং একইসঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম সামান্য কমবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।